Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলার ঐতিহ্য

নওগাঁ বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি সমৃদ্ধ জনপদ। মহান স্বাধীনতা যুদ্ধে নওগাঁ সদর উপজেলার জনগণের বিরাট ভূমিকা রয়েছে। পাক- হানাদার বাহিনী এ উপজেলার অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে। পাক হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধে শহীদ হয়েছেন অনেক বীর মুক্তিযোদ্ধা নওগাঁ শহর সাহাপুর বোয়ালিয়া, তিলকপুর, কীর্ত্তিপুর,শৈলগাছী, চন্ডিপুর,হাপানিয়া এলাকায় পাক- হানাদার বাহিনীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের ব্যাপক যুদ্ধ হয়েছে। ১৮ ডিসেম্বর নওগাঁ হানাদার মুক্ত হয়। মুক্তিযুদ্ধের নয় মাস নওগাঁয় ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, জনতা বীরত্বের সাথে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিল।

নওগাঁ সদর উপজেলার ঐতিহাসিক নিদর্শনের মধ্যে দুবলহাটী রাজবাড়ী, বলিহার রাজবাড়ী অন্যতম। এছাড়া বলিহার হাউস, প্যারিমোহন লাইব্রেরী, কেন্দ্রীয় জামে মসজিদ ও নওগাঁর সমৃদ্ধ ইতিহাসের অংশ।

এখনকার জনগণ দেশের অন্যান্য অঞ্চলের লোকজনের ন্যায়ই পোষাক পরিধান করেন।  পুরুষরা সাধারণত লুঙ্গি, গেঞ্জি, শার্ট ও পাঞ্চাবী পরেন। শিক্ষিতরা শাট-প্যান্ট পরেন। হিন্দু পুরুষরা লুঙ্গি ও ধূর্তি ব্যবহার করেন। সকল ধর্মের মেয়েরাই শাড়ী পরেন। অতীতে কাঠের খড়ম ব্যবহারের অভ্যাস থাকলেও বর্তমানে জুতা ও স্যান্ডেল সে স্থান দখল করেছে।