Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খেলাধুলা ও বিনোদন

খেলাধুলা ও বিনোদন

 

নওগাঁ সদর উপজেলার সবচাইতে জনপ্রিয় খেলা ফুটবল ও ক্রিকেট। প্রায় সকল পর্যায়ের মানুষ ক্রিকেটামোদী। এছাড়াও এখানে জেলা প্রশাসকের সরকারী বাস ভবনের নিকট সুন্দর পরিবেশে একটি টেনিস গ্রাউন্ড রয়েছে। সেখানে নিয়মিত টেনিস খেলা হয়। জেলা ক্রীড়া সংস্হার ব্যবস্হাপনায় পরিচালিত স্টেডিয়ামটি এই উপজেলায় অবস্হিত। উপজেলায় অন্য যে কোন খেলার চাইতে ফুটবলের মান ভালো।

জনসাধারণ তাদের নিজ নিজ ধর্মানুযায়ী প্রথাগত ভাবে উৎসবাদি পালন করে থাকেন।এছাড়া জাতীয় দিবস সমূহ যথাযোগ্য মর্যদায় সরকারী ও বেসরকারী পর্যায়ে পালন করা হয়। অধিকন্তু এ উপজেলায় ১লা অগ্রহায়ন তারিখে গ্রামাঞ্চলে বেশ উৎসব মূখর পরিবেশে নবান্ন উৎসব পালন করা হয়। সাধারণতঃ গৃহস্থের জমির নতুন ধানের চাউল দিয়ে বিভিন্ন মিষ্টান্ন ও গরুর মাংস খাওয়া হয়ে থাকে। অবস্থা সম্পন্ন লোকরা রীতিমত নিজেদের আত্নীয়দের দাওয়াত দিয়ে নিয়ে এসে এ উৎসব পালন করেন।