Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
বলিহার রাজবাড়ি
Details

নওগাঁ জেলা শহর থেকে ১৮ কিলোমিটার পশ্চিমে মুড়মইল মৌজায় বলিহার রাজবাড়ি অবস্থিত। কথিত আছে যে, সম্রাট আওরঙ্গজেবের সনদ বলে বলিহারের এক জমিদার জায়গীর লাভ করেন। বলিহারের জমিদারদের মধ্যে অনেকেই উচ্চ শিক্ষিত ছিলেন। রাজা কৃষ্ণেন্দ্রনাথ রায় একজন লেখক ছিলেন। বলিহারের নয় চাকার রথ প্রসিদ্ধ ছিল। বলিহারের জমিদার রাজেন্দ্র ১৮২৩ খিস্টাব্দে লোকান্তরিত হবার পূর্বে এখানকার বিখ্যাত দূর্গামন্দিরে রাজরাজেশ্বরী দেবীর অপরূপা পিতলের মুর্তি প্রতিষ্ঠা করেছিলেন। মন্দির ভবনের ভিতরে অনেক কক্ষ। এই কক্ষগুলি এক একটি মন্দির ছিলো বলে জানা যায়।

পথ নিদের্শনাঃ বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহীগামী বাসে বলিহার- এ নামতে হবে। এখান থেকে বলিহার কলেজ, একটু উত্তরে গেলে রাজবাড়ি।