Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক পরিচিতি

ভৌগলিক পরিচিতি

 

নওগাঁ সদর উপজেলার আয়তন ২৭৫.৭৩ বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা ৪,০৫,১৪৮ জন, পুরুষ-২,০৪,৫০৫ জন, মহিলা২,০০,৬৪৩ জন(২০১১ সালের গণনা অনুযায়ী এবং জনসংখ্যার ঘনত্ব ১৪৫৯ জন প্রতিবর্গ কিলোমিটারে। এই উপজেলার জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩২% শিক্ষিতের হার ৫৩.৫%নওগাঁ সদর উপজেলা মোট জনসংখ্যার লোক মুসলমান বাকী হিন্দু, বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বী।

উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এই উপজেলার একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। প্রাচীন দুবলহাটী রাজবাড়ি, বলিহার রাজবাড়ি এই উপজেলায় অবস্থিত। নওগাঁ সদর উপজেলার অর্থনীতির মূল ভিত্তিই হচ্ছে কৃষি। এই উপজেলা খাদ্য উৎপাদনে উদ্ধৃত্ত উপজেলা। এখানে প্রয়োজনের তুলনায় ৩০,০০০.০০০ মেঃ টন বেশী ধান উৎপাদন হয়।

নওগাঁ সদর উপজেলার অবস্থান, যোগাযোগ, লোকাচার, আর্থ-সামাজিক অবস্থা ও রাজনৈতিক সহমমীর্তা ইত্যাইদ নওগাঁ সদর উপজেলাকে এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাএন পিরণত করেছে। এই উপজেলার চলমান উন্নয়নে সরকারী কর্মকার্ন্ডের পাশাপাশি বেসরকারী সংস্থা সমূহ ও বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগ সমভাবে ক্রীয়াশীল। সকলের সম্মিলিত কর্ম প্রচেষ্ট এবং শিক্ষার  ক্রমাগত মানোন্নয়নের মাধ্যমে নওগাঁ সদর উপজেলা অদূর ভবিষ্যেত উত্তর বঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হবে।